সরিষা ক্ষেতে ভ্রমরের কত আয়োজন!
কে যেন খুব সকালে মুক্তা কণা ছড়িয়ে দিছে সবুজ ঘাসে!
শীতের চাদর ভেদ করে,লাল সূর্যের দীপ ছড়ানো আলো,
বুক এপিটাফে এফোঁড় ওফোঁড় করে চলছে।
ধানের শীষে শুকিয়ে যাচ্ছে,হেমন্তর নিশুতি রাতের অশ্রু কণা!
শেষ সমাধির দাঁড় প্রান্তে দাঁড়িয়ে শিউলি বকুল।
দিন বদলের উলটো স্রোতে দাঁড়িয়ে,আমিও ওদের সঙ্গি;
সাদা রঙের স্বচ্ছ চশমার মুখোশের আড়ালে চলছে
বদলে যাওয়ার করুণ গল্প।
এই নরাধম পৃথিবীর মহাকাশ থেকে খসে পড়বে
একটি পাপিষ্ঠ নক্ষত্র।
অথছ তুমি মগ্ন,খোলা জানালার পাশে বসে;
মুখ-অবয়বে কচি রোদের মিষ্টি আলোয় স্নান করতে!
অনেক’তো হলো,এবার না হয় তোমাকে মুক্ত করে দেই?প্রেমের মানুষি!
আর কত বলতো?
জানি খুব হাসবে তুমি,যেদিন মসজিদ থেকে ভেসে আসবে,একটি শোক সংবাদ।
আপনার মন্তব্য লিখুন