পাঠশালার ঘুণ ধরা বেঞ্চিতে আজও কি আমার নাম
উজ্জ্বল তারার মতো জ্বলে?
আজও কি আমার প্রতীক্ষায় মধ্যরাতে তোমার হাতের মোম
চোখের জলের মতো গলে?
বুকের পাঁজর ভেঙে সপবো তোমার হাতে, বলেছিলাম, মনে আছে?
প্রতিশ্রুতি ভাঙাই মানুষের স্বভাব। দুর্দান্ত পন ভেঙে গেছে।
মিটিমিটি সন্ধ্যাতারার আলো বুকে নিয়ে সব পাখি
ঘর মুখে মেলে ডানা।
চেনা ঠিকানায় শুধু আমারই ফেরা হলো না।
আপনার মন্তব্য লিখুন