রম্য গল্প

চিকুনগুনিয়া || এইচ.এম আমিনুল ইসলাম

এক বড় ভাইয়ের চিকনগুনিয়া হইছে।। গুরুতর অবস্থায় ফ্রেন্ডরা পরিচিত এক ডাক্তারের চেম্বারে নিয়ে গেলো। ডাক্তার চেম্বারে আসেননি, উনার চিকনগুনিয়া হইছে!

এখন চিকনগুনিয়া হওয়াটা একটা গর্বের বিষয়, আত্মসম্মানেরও বটে।
তারা সীনা টান করে বলে “এই তুই কি নিয়া এতো ভাব ধরোস? মেডিকেলে পড়োস তো কি হইছে? তোর তো এখনো চিকনগুনিয়াই হয়নাই!!”
পরিচিত অনেকের চিকনগুনিয়া হয়ে গেলো! তাদের সাথে কথা বলতে লজ্জা লাগে, আমার যে এখনো হয়নি, হওয়ার কোনো লক্ষণও দেখতেছিনা ।
সমাজে কাউকে মুখ দেখাতেও পারছিনা, মানসম্মান নিয়ে বাঁচাটাও কঠিন হয়ে গেছে ।

তবে গত বছর আমার খুব জ্বর হয়েছিল।।তিনদিন না খেয়ে ছিলাম! হাত পায়ে প্রচুর ব্যথা ছিল। সারাদিন শুধু বমি করতাম আর বমি করতাম!!
তাহলে কি আমারও চিকনগুনিয়া হয়েছিল?