কবিতা

চলো জেগে উঠি সবাই ঘোরকে কাটিয়ে | জেরিন আক্তার রানী

চলো জেগে উঠি সবাই ঘোরকে কাটিয়ে,

সরিয়ে ফেলি ভেদাভেদ অপরাধের কালো ছায়া,

নতুন রঙে রাঙিয়ে দেই জন্মভূমিকে।

 

কেনো কেউ অভুক্ত থাকবে?

আর কেউ আফিমের নেশায় মেতে রবে,

কেনো কেউ ফুটপাতে লাথি গুড়ি খাবে?

কেউবা অর্থ অপচয় করবে,

কেনো কেউ নির্যাতিত হবে?

আর সবাই হাত পা গুটিয়ে বসে রবে,

এতো হবার কথা নয়।

 

নিজেকে নয় মানুষকে একটু খুশি করো,

দেখবে কত প্রশান্তির ঘনঘটা।

সময়টাকে কাজে লাগাই,

তবেই তো আসবে সফলতা হাতের মুঠোয় ।