ফটো-গ্যালারি

গরু গুলো তারা নিজের হাতে বড় করে…

এই চিত্র খুবই খারাপ লাগে। নিজেরা কোরবানী না করে দূরদূরান্ত হতে শহরের হাটে নিয়ে আসে কিছু টাকা বেশি পাওয়ার জন্য।।।গরু গুলো তারা নিজের হাতে বড় করে।।বিক্রি করে বিদায় বেলায় তারা হয়ত এভাবে কান্না করে আমাদের আড়ালে।।আমরাতো গরু কিনে আনন্দে বাড়ি ফিরি।।।কিন্তু সবচেয়ে বড় কোরবানি তো এরাই দেয়।।।এসব মানুষের ন্যায্যমূল্য না দিয়ে কখনো গরু কিনবেন না।।কারন আপনার টাকা দিয়ে তারা কখনো রাজপ্রসাদ বানাবে না।।
সবাইকে ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা।।।
#Aftab zaman