আমি যদি পাখি হতাম
থাকত দুটি ডানা,
উড়ে যেতাম নীলাকাশে
করত না কেউ মানা।
এক গাছ থেকে অন্য গাছে
উড়ে বসতাম কত,
সকল খুশি মেলে দিতাম
সুখও ছিল যত।
অসময়ে সঙ্গী হতাম
দুখী বন্ধুজনের,
কষ্টগুলো কেড়ে নিয়ে
আনতাম শান্তি মনের।
একলা বসে ভাবছে খোকা
গুণছে হাতের কড়ি,
কবে খোদা মনোআশা
দিবেন পূরণ করি।
আপনার মন্তব্য লিখুন