কবিতা

ক্ষুব্ধ পাপিষ্ঠ || রাফসান কবির রাসেল

নাহ্,
আমি আর পারছি না!
এবার শপথ নিয়েছি,
আমি আমার হৃদের বিরুদ্ধে অস্ত্র ধরব।
প্রয়োজনে প্রলয়ের দামামা বাজিয়ে সবকিছু ধ্বংস করে দিতে চাই। এ হৃদে সত্য বলতে কিছু নেই। যা আছে তা মিথ্যা মোহে আবৃত। যা আমাকে প্রতিনিয়ত খুবলে খাচ্ছে হিংস্র শকুনের মতো। মিথ্যার বারুদ প্রতিমুহূর্তে আমাকে জ্বালিয়ে দিচ্ছে, ছিটকে যাচ্ছে আমার শিরা উপশিরা। শতবার মিথ্যার পদতলে দলিত হয়ে আজ আমি ক্ষুব্ধ।
আমি এ হৃদে মিথ্যা নাশ করে সত্যের একটি বীজ বপন করতে চাই! যাতে আমি বাকিটা জীবন স্বাচ্ছন্দ্যে কাটাতে পারি। এ মিথ্যা আমাকে কিছু দিতে পারিনি। উল্টো আমাকে করেছে হিংস্র, অহংকারী, লোভী।
আর সবশেষে করেছে পাপিষ্ঠ!!!