বউ আর প্রেমিকা কখনো এক রকম হয় না
প্রেমিকার হাতে মাছের আঁশটের গন্ধ থাকেনা,
ঘামের গন্ধযুক্ত কাপড়েও কোনো গন্ধ লাগে না
শরীরের মসৃন ত্বক কখনো খসখসে মনেহয় না।
প্রেমিকার চুলের খোপায় জড়ানো ফুলের ঝাপি
তার কাজল হরিণ চোখ, ঠোঁটে কামনার হাসি,
রূপ-যৌবনের সাথে অফুরন্ত সময় দিবানিশি
তার দেয়া হেমলকেও পাই স্বর্গীয় অনুভূতি।
বউ আর গৃহকর্মী প্রায় কাছাকাছিই থাকে
রান্নার সময় তরকারির ঝোল ছিটে আসে,
মাথায় চিরুনি নেই, অযত্ন অগোছালো চুলে
দেখতে কেমন ফতুয়ার মত ঢিলেঢালা লাগে।
বউ যেনো জীবনের একঘেয়ে কবিতার পাতা
মনে হয় যেনো কাজের কাজী, হাজারো ব্যস্ততা
সংসার নামের ঠেলা গাড়ি, রুটিন মাফিক চলা
মাছের আঁশটের গন্ধহাতে পাই চায়ের পেয়ালা।
আমি কী বউয়ের মতো সংসারের মানে বুঝি
আমি কী কষ্টের মাঝে জীবনের আনন্দ খুঁজি?
বউ কী নিছক ভোগ্যপণ্য, নেহায়েত সেবাদাসী
কোন্ পাল্লা ভারী!সেই পার্থক্যের সীমানা খুঁজি।
আপনার মন্তব্য লিখুন