কোনো একদিন কোথাও চলে যাব
জোছনা কিংবা অমাবস্যায় না
যেকোনো এক রাতে যেখানে গহিন বন
দিগন্ত ছুঁয়েছে মাটি, গাছের কোটরে পাখি
একাকি আমি ধুলাভরা পায়ে দাঁড়াব গিয়ে
উঠোনের পরে, মাটির ঘরের দরজায়
আলোচাল ধোয়া হাত প্রতীক্ষায় ভেজা
অন্ধকারে ঘুমাব সেখানে শান্ত নীরবতা
কোনো এক প্রশান্তির দীঘল গহিন ঘুম।
ফেসবুক পোস্ট: July 2_2017
আপনার মন্তব্য লিখুন