রঙের জীবন

কেনিয়ায় একীভূত হচ্ছে এয়ারটেল ও টেলকম

আবু রায়হান রাসেল:ভারতী এয়ারটেলের কেনিয়ার কার্যক্রম টেলকম কেনিয়ার সঙ্গে একীভূত হচ্ছে। কেনিয়ার টেলিযোগাযোগ খাতের প্রভাবশালী অপারেটর সাফারিকমের সঙ্গে প্রতিযোগিতা বাড়াতে এয়ারটেল নেটওয়ার্কস কেনিয়া ও টেলকম কেনিয়া এক হচ্ছে। একীভূতকরণ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়েছে। খবর রয়টার্স।

ভারতী এয়ারটেলের পক্ষ থেকে একীভূতকরণ চুক্তির আর্থিক খতিয়ান প্রকাশ করা হয়নি। কেনিয়ার দ্বিতীয় বৃহৎ সেলফোন অপারেটর এয়ারটেল নেটওয়ার্কস কেনিয়া এবং তৃতীয় বৃহৎ সেলফোন অপারেটর টেলকম কেনিয়া। পূর্ব আফ্রিকার দেশটির টেলিযোগাযোগ খাতের ৬৫ দশমিক ৪ শতাংশ দখলে নিয়ে আধিপত্য বিস্তার করে আছে সাফারিকম।

একীভূতকরণের পর এয়ারটেল-টেলকম রাজস্ব এবং গ্রাহক সংখ্যা বিবেচনায় কেনিয়ার দ্বিতীয় বৃহৎ সেলফোন অপারেটর হবে। দেশটির ৩১ শতাংশ গ্রাহক আসবে এয়ারটেল-টেলকমের সেবার আওতায়। একীভূতকরণের মাধ্যমে সৃষ্ট নতুন সেলফোন অপারেটরটির নেটওয়ার্ক সক্ষমতা বাড়বে এবং ভবিষ্যৎ প্রযুক্তি ব্যবহারে বিনিয়োগ সক্ষমতা বাড়বে বলে মনে করা হচ্ছে।

এয়ারটেল কেনিয়া এবং টেলকম কেনিয়ার একীভূত হওয়ার বিষয়টি দীর্ঘদিন ধরে অসমাপ্ত রয়েছে। এর আগে একাধিকবার আলোচনায় বসেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা। সর্বশেষ গত বছর জুনে এক প্রতিবেদনে বলা হয়, এয়ারটেল কেনিয়া ও টেলকম কেনিয়া একীভূত হচ্ছে না। চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছতে সম্ভব না হওয়ায় একীভূতকরণের পরিকল্পনা বাতিল করা হয়।

বিবৃতিতে গত শুক্রবার কেনিয়ার দ্বিতীয় ও তৃতীয় বৃহৎ সেলফোন অপারেটরের কার্যক্রম একীভূত করার বিষয়টি নিশ্চিত করেছে ভারতী এয়ারটেল। এ চুক্তির ফলে টেলকম কেনিয়ার এন্টারপ্রাইজ এবং ক্যারিয়ার সার্ভিস ব্যবসায় প্রবেশাধিকারসহ বাড়তি কিছু সুবিধা পাবে এয়ারটেল কেনিয়া।

পূর্ব আফ্রিকার উদীয়মান টেলিযোগাযোগ বাজার কেনিয়ায় সাফারিকমের গ্রাহক রয়েছে ২ কোটি ৯৭ লাখ। বাজারটির ২১ দশমিক ৪ শতাংশ দখলে থাকা এয়ারটেল কেনিয়ার গ্রাহক রয়েছে ৯৭ লাখ। ৩৮ লাখ গ্রাহক নিয়ে টেলকম কেনিয়ার দখল ৮ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে। এছাড়া ফিনসার্ভ নামে চতুর্থ আরেকটি সেলফোন অপারেটরের ১৯ লাখ গ্রাহক নিয়ে বাজার দখল পৌঁছেছে ৪ দশমিক ৩ শতাংশে।

কেনিয়া কমিউনিকেশনস অথরিটির গত বছরের সেপ্টেম্বরের প্রতিবেদন অনুযায়ী, এয়ারটেল কেনিয়ার ভয়েস মার্কেট শেয়ার ৩৩ দশমিক ৩ শতাংশ এবং মোবাইল ডাটা মার্কেট শেয়ার ২১ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে।

ভারতী এয়ারটেল আফ্রিকার দেশগুলোয় ব্যবসা সম্প্রসারণে জোর দিচ্ছে। কেনিয়াসহ আফ্রিকার ১৪টি দেশে এয়ারটেল আফ্রিকার ৯ কোটি ৭৯ লাখ ২০ হাজার গ্রাহক রয়েছে। ২০১৮-১৯ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে এয়ারটলে আফ্রিকার রাজস্ব ১১ দশমিক ২ শতাংশ বেড়ে ৮৫ কোটি ৩০ লাখ ডলারে পৌঁছেছে।

টেলকম কেনিয়ার ৬০ শতাংশের মালিকানায় রয়েছে লন্ডনভিত্তিক হেলিওস ইনভেস্টমেন্ট। বাকি ৪০ শতাংশের মালিকানায় আছে কেনিয়া সরকার। চুক্তির আওতায় মোবাইল নেটওয়ার্ক ব্যবসা বিভাগ, এন্টারপ্রাইজ ও ক্যারিয়ার সার্ভিস ব্যবসা বিভাগ একীভূত করা হবে। এয়ারটেল কেনিয়া ও টেলকম কেনিয়া একীভূতকরণের পর এয়ারটেল-টেলকম নামে সেবা সরবরাহ করবে।

চলতি মাসের শুরুতে কাতার ইনভেস্টমেন্ট অথরিটির (কিউআইএ) কাছে প্রাইমারি শেয়ার বিক্রির মাধ্যমে ২০ কোটি ডলার তহবিল সংগ্রহের ঘোষণা দিয়েছে এয়ারটেল আফ্রিকা। এ তহবিল ভারতী এয়ারটেলের আফ্রিকা বিভাগের দেনা পরিশোধে ব্যয় করা হবে। এর মাধ্যমে এয়ারটেল আফ্রিকার নিট দেনার পরিমাণ প্রায় ৩৫০ কোটি ডলারে নেমে আসবে।

বিবৃতিতে এয়ারটেল আফ্রিকা জানায়, দীর্ঘমেয়াদি কৌশলগত মূলধনি অংশীদার হিসেবে কিউআইএকে পাশে পেয়ে আমরা উদ্দীপিত। কৌশলগত কারণে এয়ারটেল কেনিয়ার কার্যক্রম টেলকম কেনিয়ার সঙ্গে একীভূত করা হচ্ছে। অন্যদিকে কিউআইএ জানিয়েছে, আফ্রিকায় বিশ্বমানের ব্যবসা পরিচালনার যে পরিকল্পনা এয়ারটেলের রয়েছে, তার বাস্তবায়ন প্রক্রিয়ায় অংশীদার হতে পেরে আমরা খুশি।