ছড়া

কেউ কি আছে || আবু নাসের সিদ্দিক তুহিন

চার পাশে ভন্ড
আর আছে প্রতারক,
কিবা হবে জীবনে
কি যে করি শখ। 

কোনদিকে যাব যে
ভেবে শুধু থামছি,
চারিদিকে তাকিয়ে
সেই ভাবে নামছি।

কোথা নেই প্রতারণা
কোথা নেই ভন্ডামী,
যেভাবে যে পাড়ছে
এখন তো সেই দামী।

নেই কোন বিশ্বাস
কার সাথে চলবেন,
কিছুদিন পর এসে
তারি কথা বলবেন।

লোকটাতো পাজি ছিলো
আর ছিলো শয়তান,
কষ্টো টা এতো বেশি,
মনে হয়, ধরি কান ।

সবকিছু পাওয়া যায়
ম্যানেজের চেষ্টায়,
আহামরি হাহাকার
কে যে থাকে তেষ্টায়।

স্রোতটার ভাব দেখে
শুরু করি চলতে,
গড়িমসি চারিদিকে
পারি নাকো বলতে ।

গাইবান্ধা

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment