ছড়া

কালবৈশাখী || রুহুল আমিন রাকিব

কালবৈশাখী এলে চলে
ভয়ে কাঁপে বুক,
বাতাস চলে হেলে দুলে
খুলে আপন মুখ।

নেইতো যেন সময় তখন
কাজের ভীষণ চাপ,
সামনে পেলে মুখের কাছে

পায়নাতো কেউ মাফ।

দূরের কোথাও উড়াই নিতে

ভালো লাগে খুব,
কালবৈশাখী শেষে আবার
ঘুমতে দেয় ডুব।

সবুজ ফসল,গাছের শাখা
বাদ রাখেনা কিছু,
ইচ্ছে মতো যাই নড়িয়ে
যায়না ধরা পিছু।

নদীর পানি,পাখির বাসা
আরো থাকার ঘর,
কালবৈশাখী ঝড়ে কাঁপে-
সব থরথর থরথর।

তবু কিন্তু সবার চাওয়া
হাসি মুখে বরণ,
বৈশাখ তুমি আর করো না
কারো জীবন হরণ।