কবিতা

কবিতা – সুনন্দা : আবু সাঈদ সরকার

প্রায় ২৭ বছর পর শিল্পকলা একাডেমিতে
হঠাৎ একদিন সুনন্দার সাথে দেখা
সে এখনও বেশ লাবণ্যময়ী আর স্নিগ্ধময়
চঞ্চল চোখে এখনও যেন বাসা বেঁধে আছে বসন্তের চকচকে সকাল
দেখে মনে হলো আমার কবিতা বুড়ো হয়ে গেছে
কিন্তু সুনন্দা এখনও অষ্টাদশী
বাঁকা চুলের আড়ালে লুকিয়ে থাকা ছোট্ট কালোটিপ যেন স্বর্গকেও ম্লান করে তুলেছে
সুনন্দা হেসে বললো আচ্ছা কবি
আজকাল এতো প্রেমের কবিতা
লিখছো কিভাবে
কবিতার দেবী খুব প্রসন্ন হয়েছেন বুঝি
নাকি তিনিও প্রেমে পড়েছেন তোমার
আমি বললাম সবই মিথ্যে প্রেম
স্বপ্নের মরুভূমি যেমন
কবিতা এখনও পড়া হয় তাহলে
সে বললো পড়ি নিজের প্রয়োজনে
তারপর ডাইরি এগিয়ে দিয়ে বললো
একটা অটোগ্রাফ দিবে সাথে দুলাইন কবিতা
যা মিথ্যে নয়

হাত বাড়িয়ে ডাইরিটা নিয়ে লিখলাম
“সুনন্দা”
তুমি অনির্ণেয় এক মহামায়া
কবির প্রণয়মাখা কাব্যকায়া

সুনন্দা বাঁকা হেসে বললো
এটি কিন্তু সত্য নয় সবই তোমার কল্পনার প্রতিবিম্ব
বললাম জানি না সত্য কি মিথ্যে
তবে এমন কিছু সত্য আছে মিথ্যের চেয়েও নির্মম
আবার এমন কিছু মিথ্যে আছে যা সত্যের চেয়েও জীবন্ত
সুনন্দা চোখ নামিয়ে বেদনামাখা একটা হাসি দিয়ে
বললো আসি ভালো থেকো
বলেই পা বাড়ালো গেটের দিকে
আমি তাকিয়ে রইলাম
সুনন্দা এক পা এগোচ্ছে সামনের দিকে
আর আমি দশ পা পিছাচ্ছি স্মৃতির দিকে
ধীরে ধীরে সুনন্দা মিলিয়ে গেলো দৃষ্টি থেকে
আমি হারিয়ে গেলাম স্মৃতির অরণ্যে।

#২১-১১-২০২১