কবিতা

কবিতা : সিক্ত করবো ওষ্ঠাধর || বাপ্পি সাহা

মাঝরাতের বৃষ্টি

স্নান করিয়ে গেল ঘুমন্ত দিগন্তকে,

দিগন্তের যত আবর্জনা কালের জীর্ণতা

বর্ষণের ফোঁটায় হয় পরাজিত ।

স্মৃতির স্তূপ ভাঙ্গতে গিয়ে ক্লান্ত হই;

বর্ষণে ধুয়ে যায় প্রকৃতির কষ্ট।

 

ধুয়ে যাবে কোন জলে

হৃদয়ে জমাট ব্যথার সৌধ?

অপূর্ব বৃষ্টি হয়ে ঝরে পড়ে সাগরে

ঝুম ঝুম গাঁথা বৃষ্টির শব্দে

সাগরে ঢেউ খেলার এই সুরে

বৃষ্টির অপূর্ব ছাড়ায় ভালোবাসা আসে হৃদয়ে।

 

বৃষ্টিতে সদ্য স্নান করা বৃক্ষরাজি

ঝক্ ঝক্ সবুজ পাতা, তৃণের গালিচা।

হঠাৎ চোখ পড়ে গেল তোমার প্রাণে

কখনো যদি বৃষ্টি হই

সিক্ত করবো ওষ্ঠাধর

ভিজিয়ে দেব দেহের পরতে পরতে

বর্ষার নির্মল রাত্রি ছুঁয়ে দেয় ইন্দ্রনীল স্বপ্নে।

 

সম্পাদক:-কবিয়াল

নারায়ণগঞ্জ