কবিতা,
তুমি আজো কাছে থেকে দূরে প্রতিটি পাজরে মিশে আছে তোমার অস্তিত্ব,মন আজ কোন ভাবনায় যেখান থেকে শেষ
সেখানে হবে কি শুরু?
কবিতা
আমি শান্তির বার্তা বয়ে দুঃখের সাগরও দিয়েছি পাড়ি জীবদ্দশায় কারো,দুঃখ দেখে সুখ ভোগ কি ভুলে যাই হারাতেও পারি সুখের ঠিকানা যেন দুঃখ এসে না কাঁদায়। অন্তর সুখ হবে যেদিন সুখ বিলাতে পারবো মিছে ছিল না তোমার প্রতি মায়া সত্য ছিল কায়া হয়তো তুমি সুখ খুঁজে বেড়াও রঙ্গীন আলোয় কত সুখ পেতে চাও তুমি, পাবে শুধু মিথ্যে অনুভূতি হারিয়ে যেদিন যাবো মিথ্যে সব মিথ্যে মোহ থেকে সুখ গুলোও তোমাকে কাঁদাবে হারাবে একে একে
যত সব আয়োজন।
মৃত্যু অন্তর একজনকে নরকে রেখে আমি কি করে পা বাড়াবো স্বর্গ সুখের কারো কষ্টের ভাগও আমার
আমার সুখের ভাগও সবার। তাপরও বেঁচে থাকো সত্য সুন্দরের আমাকে কষ্ট দিয়ে সুখ খুঁজে পাও তুমি সুখের পেছনেই ছুটে চল যেন সব কিছু শূন্য না হয়।
সম্পাদক-কবিয়াল
নারয়ণগঞ্জ
আপনার মন্তব্য লিখুন