তাদের জন্য গান
ফসলের মাঠে দিনরাত যারা ঝরায় দেহের ঘাম।
তাদের জন্য লিখি
মাথার ঘাম পায়ে ফেলে, চাকা ঘুরায় দিবানিশি।
তাদের কথা মনে পড়ে
ফুটপাথে যারা শুয়ে থাকে, কুকুর জড়িয়ে ধরে।
ওরা আজ আসমানী
বন্ধ কারখানার পাশে বসে, দাবী করে সম্মানী।
বুকের রক্ত তাজা
বিনাবিচারে বছর ধরে জেলে খাটিতেছে সাজা।
আমি কি ভুলিতে পারি
প্রতারকের পাতা ফাঁদে বাড়ে পতিতালয়ে নারী।
মানুষ যাচ্ছে চাঁদে
নারীর পোশাকের খুঁতধরে ফেলছি তাকে ফাঁদে।
কোথা বীর বাংগালী
চুষে খাওয়া সব দানবের কাছে সবাই হার মানি!
তাদের জন্য বাঁচি
মানুষের কথা বলবো বলে জীবন ধরেছি বাজি।
মিলি একসাথে সবে
পথের বাঁধা, পথের কাঁটা ধুলায় মিশিবে তবে।
আপনার মন্তব্য লিখুন