কবিতা

আমার মৃত্যু || সোহেল হামজাহ্

গ্রীষ্ম বর্ষা
তোমার পছন্দের ঋতু
প্রভু আমার মৃত্যু লিখুক শরৎ কিংবা কোনো এক হেমন্তে ছিন্ন হোক মায়ার দৃঢ়বন্ধন।
আমার সমাধি হোক অন্তত তোমার পৃথিবীর বাহিরে আরশের ছায়াতলে
শীতলপাটির বিছানা’ই
যেখানে পৌঁছতে পারবেনা তোমার মনের বাহন অথবা একান্ত আমার তুমি ;
শুনেছি বিচ্ছেদের ব্যবচ্ছেদ করার ক্ষমতা একমাত্র কবিতারই আছে।

বন্দরনগরী,চিটাগাং