কবিতা

আবেগ নির্বাসনে বাস্তবতা অতঃপর তুমি || আনাছ মোহাম্মেদ

অধিক যতো আবেগগুলি দিয়েছি আজ ছুটি
মার্জনা চাই কোনদিনও হয় যদি মোর ত্রুটি।
না জেনেছি না বুঝেছি সঠিক পথের ধারা
চলতে গিয়ে পথের বাকে হলাম যে পথহারা।

আমি হলাম রঙিন ঘুড়ি
তুমি ঘুড়ির সুতো
তাইতো উড়ি মুক্তাকাশে পক্ষধরের মতো।
তুমি আমায় দিলে যখন সঠিক পথের দিশে
অবাক হয়ে মিলাই হিসেব হাল ধরিবো কিসে?

হিসেব-নিকেশ মিলছে না আর
হলাম নাজেহাল
সত্য পথের দিক দেখিয়ে ভাঙলে বেড়াজাল।
ভূল ধরিয়ে ফুল ঝরিয়ে সরেস করে মন
বাস্তবতায় পা রাখিলাম এই করিলাম পণ।

ক্লান্ত পথিক শান্ত এখন
হাটছি বহুদুর
ভ্রান্ত যতো ফটকা ছিলো বিদায় সমুদ্দুর।
কেউ দেখিনি তোমার মতো
তুমিই মহান জন
তাইতো আছো ঘিরে আমার হৃদয় সিংহাসন।।

নবিগঞ্জ,হবিগঞ্জ, সিলেট।