শুভ সকাল
চুন খেয়ে মুখ এমনভাবে পুড়েছে, এখন দই দেখলেও ভয় পাই। তাই ক্রিকেটের সাথে বাজিকরদের সংশ্লিষ্টতা প্রমাণের পর টি-২০ ম্যাচ দেখলেই জুয়া মনে হয়। তাই বাংলাদেশ জাতীয় দলের খেলা ছাড়া আর কোনো টি-২০ আমাকে টানে না। আইপিএল, বিপিএল, সিপিএল; কোনো পিএলই আমাকে টানে না। খেলা তো দেখিইনা, ফলোও তেমন করা হয় না। সে অর্থে নির্দিষ্ট কোনো দলের প্রতি সমর্থনও ছিল না। কিন্তু ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্স’এর আসার পর খেলা দেখি আর না দেখি; তাদের প্রতি অটো সমর্থন চলে গেছে। এই বায়বীয় সমর্থনের আবার দুটি কারণ আছে। প্রথমত আমি কুমিল্লার মানুষ। দ্বিতীয়ত আমি একজন ওল্ড ভিক্টোরিয়ান্স, মানে ভিক্টোরিয়া কলেজের সাবেক ছাত্র। যে দলের নামে কুমিল্লা ও ভিক্টোরিয়ান্স দুটি শব্দই আছেই, তাদের প্রতি কিছুটা অটো সমর্থন চলে আসতেই পারে, নাড়ির টান বলে কথা। অবশ্য এবার রংপুর রাইডার্সের প্রতিও কিছুটা সমর্থন ছিল, সেটা মাশরাফির কারণে। আমি দেখিনি, তবে ফাইনাল নাকি ফাইনালের মতই হয়েছে। বিপিএল’এর ফাইনালের চেয়ে গুরুত্বপূর্ণ তামিমের দানব হয়ে ওঠাটা। সামনে নিউজিল্যান্ড সফর ও বিশ্বকাপে তামিমের এই ড্রেস রিহার্সাল কাজে লাগবে।
অভিনন্দন তামিম, ইমরুল।
অভিনন্দন লোটাস কামাল, নাফিসা কামাল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য লাল গোলাপ শুভেচ্ছা।
* গোলাপটি মুক্তির বাগানের।
আপনার মন্তব্য লিখুন