কবিতা

একাকীত্ব-আমিত্বময় প্রজন্ম : জাহীদ হোসেন

আমাদের দেশটায়,আজ প্রজন্ম ভুগে হতাশায়
সুবিধাজীবিদের কুটচালে, সমাজটা মার খায়।
দূর্নীতি স্বজনপ্রীতি, সবকিছু প্রীতিময়
দেশটা বুঝি আর সাধারণের মাঝে নয়!
অসাধারণের ভীড়ে আজ সাধারণ অস্থির
কারা যেনো লুটে খায় মানুষের স্বস্তির।

নীতিহীন রাজনীতি, ভীতিহীন বাড়াবাড়ি
হারাচ্ছে সংস্কৃতি, ভরে গেছে বাটপারি।
অনিয়মের বেড়াজালে ভীতির দিন শেষ
আদর্শ মার খায়, হতাশায় আছি বেশ।
চলি ফিরি একা একা,স্বজনদের দূরে থাকা
বাহিরেতে ফিটফাট, ভিতরেতে সব ফাঁকা!

খেলাধুলা-সংস্কৃতি, নাচ-গান সব মাটি
বই পড়া বরবাদ, মোবাইলে দিন কাটি।
কোথা আজ সেই গান, রবীন্দ্র-নজরুল
কঁচি মনে বাসা বাঁধে, একা চলার সব গুণ।
এভাবে বাড়ছে শিশু, প্রজন্ম কী হারায় কিছু
একাকীত্ব-আমিত্ব আজ প্রজন্মের নিয়েছে পিছু।