ছড়া

একমুঠো ভাত || রাফসান কবির রাসেল

আমি ভাত চাই এক মুঠো ভাত,
মেলে দাও না সাহায্যের হাত।

ক্ষুধায় আমি কাতর,
কাঁদে হৃদের পাঁজর।
কেউ তো নেয় না খবর,
বন্ধ সুখের ঐ দোর।

পাইনা তো বাঁচার সূত্রপাত,
মেলে দাও না সাহায্যের হাত।

রাত দিন ক্ষুধায় মরি,
কষ্টের পাহাড় গড়ি।
উজান ভাটির খেলা,
হৃদে ঢেউয়ের মেলা।

আর পারছি না কাটাতে রাত,
মেলে দাও না সাহায্যের হাত।