আমি যখন থাকবো না
================
এই সুন্দর পৃথিবীতে
আমি যখন থাকবো না..
দয়া করে আমায় তুমি ভুলে থেকো না
অভিমান ভেঙ্গে চলে এসো
আমার সমাধির পাশে একটু বসো।
তুমি তো জান আমার প্রিয় ফুল কি;
হাঁ ঠিকই বলেছো… “বকুল”
পারলে কিছু তাজা তাজা বকুল
আমার সমাধিতে ছিটিয়ে দিও।
এই না না, চোখের জল ফেলো না,
তোমার চোখের কাজল নষ্ট হয়ে যাবে তো;
আর একটা কথা তোমাকে দিতে হবে
প্রতি দিন সন্ধাবেলা আমার কবর পাশে এসে দাঁড়িয়ে
এক মিনিটের নিরবতা পালন করিও।
আমি তো হাজার অপরাধ করতাম,
আর তুমি শুধু বকতে, তোমার বকা শুনে শুনে
আমি ক্লান্ত হয়ে যেতাম।
তাই আর কি, একমিনিট নিরবতা!
রাগ হলো বুঝি; রাগ করো না।
আমি আর কোনদিন তোমাকে কষ্ট দেব না।
তোমার সামনে কখনো কেউ যদি
আমার নামটি উচ্চারণ করে,
আর তাতে তোমার মন খারাপ হয়ে যায়,
তখন তুমি জলে ভরা চোখ দু’টো লুকিয়ে ফেলো।
সাবধান, চোখে হাত লাগিও না,
কিংবা রুমালে মুছো না
তোমার চোখের কাজল নষ্ট হবে যে!
সবাই কে বলো, তোমার চোখের কোণে
যে জল জমেছে তা আমার জন্য নয়;
এই জল এসেছে রান্না ঘরের আগুনে পোড়া কাঠগুলোর কাঁচা ধোঁয়া থেকে।
রাজিব হাসান
মগবাজার, ঢাকা
১৩/০৯/২০২০ ইং
ছবিঃ ইন্টারনেট
আপনার মন্তব্য লিখুন