এক ঈশ্বরের আবাস ছেড়ে
এই পৃথিবীর মোহে পরে,
হাজার সুখের বাসর ছেড়ে
মায়ের কোলে এলাম ফিরে।
মনে পরে ‘মা’ সেতো
ছোট্ট একটা স্বর্গ মতো,
মাকে পেলে আগের মতো
পৃথিবীটাই স্বর্গ হতো।
এখন আমার দিন কেটে যায়
ক্লান্ত পথিক শেষ সীমানায়,
ঈশ্বর ডাকে আয় চলে আয়
সবকিছু আজ ঘোর মনে হয়।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
আলো-আঁধার রাত্রি-দিনে
পিছন ফিরে তাকাই যখন
ব্যর্থ আমি, ব্যর্থ ভুবন।
ভালোবাসা মায়ার বাঁধন
পিছু ডাকে চঞ্চল এ মন,
যেতে আমি চাই না এখন
মায়ার জাল, মানে না মন!
ডাকছে মোরে ঈশ্বর আজি
ফিরে যেতে নইকো রাজি,
এলাম কেনো, যাবো যদি
করলে কেনো স্বর্গ চ্যুতি!!
পৃথিবী মোর হাতের মুঠে
স্বর্গ তোমার অনেক দূরে,
আমায় যখন তুলে নিবে
সবে কী মোরে ভুলে যাবে!!!
তারিখঃ ২২/১১/২০২২
আপনার মন্তব্য লিখুন