ছড়া

আমাদের মেলা || শফিকুল ইসলাম শফিক

আমা‌দের গাঁ‌য়ে ব‌সে বো‌শে‌খের মেলা

মানু‌ষের কোলাহল রয় সারা বেলা

অ‌তি‌থির আনা‌গোনা সব পাড়া জু‌ড়ে

হা‌সি মু‌খে সাড়া দেয় বো‌শে‌খের সু‌রে।

মানু‌ষের ভি‌ড়ে ভি‌ড়ে প‌ড়ে মহাধুম

কত রাত থে‌কে যেন হা‌রি‌য়ে‌ছি ঘুম

গা‌নে গা‌নে মা‌তোয়ারা সারা‌দিন আজ

থে‌কে থে‌কে দোলা দেয় প্রকৃ‌তির সাজ।

কত শিশু প‌থে ঘো‌রে গা‌য়ে নেই জামা

ও‌দেরো যে ম‌নে সাধ শু‌নি সা‌রেগামা

কা‌ছে টে‌নে জামা দাও দাও ভা‌লবাসা

সব মানু‌ষের ত‌রে এতটুক আশা।

ভাগাভা‌গি হয় যেন বো‌শে‌খের খু‌শি

এত‌দিন ম‌নে ম‌নে কত আশা পু‌ষি

কা‌রো স‌নে নেই আজ নেই কো‌নো ঢঙ

ম‌নে মা‌খি প্রা‌ণে মা‌খি বো‌শে‌খের রঙ।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
কনইল, ভীমপুর, নওগাঁ। [email protected]­