কবিতা সাহিত‌্য

অভিমানী বৃষ্টি || মায়মুনা মিতা

বৃষ্টি ঝরা রজনীগন্ধা যেন হাতছানি দিয়ে অবিরাম ডেকে যায় এই আমায় !

মিষ্টি সুভাষে টেনে নেয় ওদের মন গহীনে
আমি নির্বাক, নিশ্চুপ দর্শকের উপস্থিতি দেখতে পাই আমার চোখে মুখে
এক অদ্ভুত ভালোবাসার বদ্ধ দেয়ালে বন্দি হতে থাকি আমি ক্রমশই
নিজেকে হারিয়ে ফেলি সীমাহীন অচেনা, অজানা এক উত্তাল সুখে

এক চিমটি ভালো লাগা, রংধনুর রঙের ন্যায় দ্রুত বিস্তার করতে থাকে আমার চারিধারে

হঠাৎ করে নেমে আসা এক পশলা বৃষ্টির শেষে  অভিমানী বৃষ্টি আজ এ অবেলায়, হঠাৎ নেমে এসেছে আমার বারান্দায়

আমাকে পুরোটা ভেজানোর আশায় আমার দুচোখ বেয়ে দুফোঁটা নীল কান্নার জল হয়ে গড়িয়ে মাটির বুকে মিশিয়ে যাওয়ার নেশায়!

অভিমানী বৃষ্টি আজ আমায়, তোর ইচ্ছে মতোই ভিজিয়ে দে এ ধারায়,
তোর ইচ্ছে মতোই রাঙিয়ে দে আমায়!
শুধু তোর একফোঁটা জল যেন না পরে আমার এ দুচোখের পাতায়,
তোর ছোয়াতে যদিও ঝরা রজনীগন্ধা গুলো দ্বিগুণ মায়াবী দেখায়!
কিন্ত আমার এ কান্নার জলসিক্ত নয়ন গুলো আরো বড্ড বেশি অভিমানীর রূপ নেয়!