সহজ স্বীকারোক্তি গুলোর হাজারো খেসারত চিবিয়ে,দখিনের জানালায় চোখ রাখি দুই প্রহর।
আজকাল ভাবছি শুধু একবারের জন্য হলেও খুনি প্রমিকা হবো।
একটা চাপাতি হবে কি কিংবা একটা রামদা?
নেকড়েবাঘের মতো খুব হিংস্র হয়ে উঠবো।
ধারালো অস্ত্রের আঘাতে বুকটা চিড়ে
বের করে আনবো অবিশ্বাসী হৃদয়।
সময়ের বুকে দাঁড়িয়ে চিৎকার করে বলবো”এই অবিশ্বাসী হৃদয়টাকেই তো আমি ভালবেসেছিলাম”।
রক্তাক্ত অবিশ্বাসী হৃদয়টাকে ২১ টুকরো করে দেখবো,আদৌ আমি কোথাও ছিলাম কিনা?
আমি শুধু একবার খুনি প্রেমিকা হতে চাই শুধু একবার।
তবু তোমরা আমায় অপবাদ দিওনা,আমিও ভালবাসতে জানি।কোনো একদিন আমিও ভালবেসেছিলাম।
আপনার মন্তব্য লিখুন