কবিতা

অদূরের পাখি || মামুনুর রশীদ

হিয়ায় আমার একটা ছিলো
ঐ অদূরের পাখি,
চলে গেলো আমায় ছেড়ে
কাঁদে আমার আঁখি।

মনে আমার অশ্রু ঝরে
বৃষ্টিমুখর রাতে,
পাইনি খুঁজে ঐ পাখিটা
গেলো যে কার সাথে।

মনে আমার অগ্নিশিখা
জ্বালায় দিন দুপুর,
কষ্ট আমায় খায় রে কুঁড়ে
আশায় ভরা পুকুর।

দিবারাত্রি ঐ পাখিটা
উড়ে কানের পাশে,
জীবন আমার শেষের পথে
স্মৃতি চোখে ভাসে।

বিয়ানীবাজার,সিলেট