ফাগুনের দিন কবেই তো শেষ, ছিলো না-কি তব ফিরিবার দেশ? চৈতালি মম পল্লী-বক্ষ মাঝে ফুটিয়াছে গো সে নব নব সাজে। সে কি নহে তব আপনার জন— চেয়ে চেয়ে থাকা সেই অনুক্ষণ? যেথায়...
কবিতা
অধিক যতো আবেগগুলি দিয়েছি আজ ছুটি মার্জনা চাই কোনদিনও হয় যদি মোর ত্রুটি। না জেনেছি না বুঝেছি সঠিক পথের ধারা চলতে গিয়ে পথের বাকে হলাম যে পথহারা। আমি হলাম রঙিন ঘুড়ি তুমি...
শান্ত নায়ের শান্ত মাঝি আমি বড় একা। আমার ঘাটে ভিড়াও নাও দাও না কেন দেখা? সকাল বেলা ঘুম ভাঙিলে তোমার ঘাটে হাজির সকল রাজা পার করিলে ফেললে খাতায় বাকি’র! দুপুরের খরা...
আঁধারের পথ পেরিয়ে সুপ্ত আগ্নেয়গিরি জাগিয়ে তোলার এলোপাথাড়ি প্রচেষ্টা – হাজার বছরের চেনা মুখ, অচেনা তীব্র আলোড়ন। প্রচন্ড ভূকম্পন অন্তঃকরণ স্তরে – বুকের...
সাম্প্রতিক অতীতে নগ্ন পায়ে নগরে নিশি ভ্রমণে নেমেছিলাম;ঘন কালো কুয়াশা চারিপাশ, বিস্মিত নয়নে সংবেদন- কয়েকখণ্ড ডানাকাটা গুণ্ঠিত শালিকের আনাগোনা দেহখেকো এক ঝাঁক...
অনেক করে বাসতে ভালো চেয়েছিলেম তোমায় আমি হৃদয় চিঁড়ে দেখতে পারো তোমার নামের প্রেমের জমি। তোমার ঘরের সমুখ-দরজা আমি কেবল বন্ধ পাই অন্য কারও জন্য থাকে পেছন-দরজা খোলা...
জৈষ্ঠ্যের কাঁঠাল পাকা গরমে পুড়ছে শরীরকপোত কপোতি প্রণয়ের জন্যে ব্যাকুলঘামে ঘামে ঘর্ষণে আগুন লাগে শরীরেদেহে কাম উত্তেজনা চরমে ; অথচ শরীরে শরীর লাগলে বিরক্তি লাগে।এমন সময়...
নিশ্চুপ এ নিশিতে উঠোনের নিকটেফুটেছে হাসনাহেনা,তোমায় নিয়ে কতো কথা আজরয়ে গেছে অজানা!বসে আছি বাতায়নেহয়েছি উন্মাদ ফুলেল সুঘ্রাণে,অনুভুতিরা ঘিরেছে আমায়দিয়েছে হানা। আজ সারারাত...