অণুগল্প

তবুও সুখি হও || নাদিরুজ্জামান মুকুল

বিশেষ দিন! আশ্চ র্য আসলেই বিশেষ দিন। ১২/১২/১২ এই দিনটাই রুপা অধিকারের পুরোটা অর্জনের জন্য একে অপরকে খুব কাছে টেনে নিয়েছিলো,
উপরওয়ালাকে সাক্ষী রেখে।
আফসোস সময়ের পরিবর্তনের সাথে সাথে ওয়াদা গুলো মুছে গিয়েছে।
এখন যা সময়ের কাছে আবেগ বলে মনে হয়।এইতো সেদিন-

-ভুল ছিল বলে চলে গেলে।
-হ্যাঁ ভুলই ছিল,যে ভুলটা শুধুই আমার জীবনে।
তাইতো সে ভুলের মাশুল দিয়ে যাই শুধু আমি একা নীরবে হাসির আড়ালে থাকি রোজ।
-কেউ জানেনা?
-না
– এইতো সেদিন বললে তোমার আশীর্বাদ হয়ে গেছে কিছুদিন পরই বিয়ে।
-জ্বী বলেছিলাম তো?
-জাননা তুমি বুঝনা আমি আসলে মন থেকে তোমাকে চাইতাম তুমি অন্য কারো হও তা আজো মেনে নিতে পারিনি!
-তুমি কত সহজেই বলে গেলে,আমি ও শুনে গেলাম খুব অসহায়ের মত!
-যাইহোক তবু তুমি সুখেই থেকো।
-সুখে কি তুমি থাকতে পারবে?
-চেষ্টা করব।
-বেশ তাই হোক,আলিঙ্গনে বাধা হোক সময়ের পরিচ্ছেদ।

কুলিয়ারচর, কিশোরগঞ্জ