কবিতা

প্রতিবাদী যুবক || মানজারুল ইসলাম দুলাল

আমি জ্বলছি যেই দহনে,
সেই দহনে কে জ্বলেছিল ?
আমি কাঁদি সেই চোখেতে,
যে চোখে তোমায়
দেখেছিলো।
তোমা হতে সংস্কৃত পথ
পথিক হাঁটি চিৎকার করে প্রতিবাদী কন্ঠ আমার,
রুদ্ধ হয় আজ তোমার তরে। ফাঁদ পেতেছো ভেলকি
জালের। বন্দী করে আমায়
ঘরে?বন্ধিত্ব আজ ধ্বংস হবে তোমার দেওয়া পথটি ধরে। সমাজপতি তোমার কুপথ।
ধ্বংস হবে সেই আলোতে,
নব প্রদীপ আলোর রেখায়। জাগবে নবীন যেই প্রভাতে।

রাজিবপুর,কুড়িগ্রাম।

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment