কবিতা

শয়তান || শাকিল আহমেদ

ইবলিশের পিছন ছুটছে মানব
ইবলিশকে করে তুষ্ট,
তাই দেখিয়া মুচকি হাসে
শয়তান বড়ই দুষ্ট।

শয়তানতো আর দেখা যায়না
মানুষের নেয় রূপ,
ভালো কাজে যেতে চাইলে
নিষেধ করে একটু খানি রুখ।

ঈমানদারের কাছে শয়তান
পায়না কোন ঠাঁই,
বে-ঈমানদার পাইলে শয়তান
ভাই বলে বুক মিলাই।

ওরে ইবলিশ সাবধান করছি
দিসনে কোন ধোঁকা,
ঈমানদার ব্যক্তি ইহজগতে
হয়না কখনো বোকা।

সৎ কাজ, সৎ উপদেশ
ঈমানদারের কাজ,
অসৎ কাজ, অসৎ উপদেশ
শয়তান ধোঁকাবাজ ।