একটি নতুন জামা পেলে
ওদের মুখে ফুটে হাসি,
ওরা টোকাই বলবনা
এসো ওদের ভালোবাসি।
কিনবে তুমি নতুন জামা
আরো কতো কিছু,
ওদেরো জন্য কিনে দিও
যৎসামান্য কিছু।
ঈদের খুশিতে সবাই মাতুক
এইতো করি পণ যে,
অসহায় দের পাশে দাঁড়ালে
থাকবে ভালো মন যে।
আপনার একটু ভালোবাসায়
ওদের মুখে হাসি ফুটলে,
ঈদের খুশি জমবে খুব
বাঁকা হাসিতে চাঁদ উঠলে।
সফিপুর,গাজীপুর
আপনার মন্তব্য লিখুন