ছড়া

ঈদের বার্তা || হামীম রায়হান

ঈদের বার্তা জানিয়ে দিল
বাঁকা চাঁদের হাসি,
আনন্দেতে সবার মনে
বাজছে খুশির বাঁশি।
ফিরনি,সেমাই, জর্দা, পায়েস
হচ্ছে কত রান্না।
মেহেদি দেয়ার বায়না ধরে
করছে খুকি কান্না।

নতুন নতুন জামা পড়ে
কাল শুধু যে ঘোরা,
বাঁধনহারা পাখির মতন
হবে শুধু উড়া।
প্রজাপতির রঙিন ডানায়
ঘুরব সারা দেশ,
ধনী-গরিব ভেদ ভুলে সব
থাকব সুখে বেশ।