ছড়া

পড়শী দাদীর জীবন চিত্র || আনাছ মোহাম্মেদ

ঐ যে দেখো একলা ঘরে
বাস করে এক দাদী
দিন কেটে যায় নিরূপদ্রুত
নেই কোন তার নাদী।

এক যে ছিলো ছেলে তাহার
সেও গেছে মরে
একলাটি তার মা’কে রেখে
সেই কতকাল ধরে।

যেই ঢুকিলাম ঘরের ভিতর
দেখি টিনের চাল
যায় না থাকা ভালোভাবে
দূঃসহ বেহাল।

কেউ রাখে না খবর তাহার
কেউ করে না দান
সুশীল সমাজ ব্যস্ত আজই
গ্রাস করিতে ত্রাণ।

হাঁক ডেকে ঐ আকাশপানে
যখন হতাশ করে
বিলাপকাব্য লেখক আমার
চোখে অশ্রু ঝরে।