আঁধারের পথ পেরিয়ে সুপ্ত আগ্নেয়গিরি জাগিয়ে তোলার এলোপাথাড়ি প্রচেষ্টা –
হাজার বছরের চেনা মুখ,
অচেনা তীব্র আলোড়ন।
প্রচন্ড ভূকম্পন অন্তঃকরণ স্তরে –
বুকের ম্যাগমা মুখের ভেন্ট ফুঁড়ে টগবগিয়ে উঠে –
আগুনের হলকা উগড়ে,
কৃষ্ণাদ্বাদশীর ভীরু -ম্লান জ্যোৎস্না নদীচরে।
আলোর পরাজয় তবে!অচেনা অতিথি এক বেশ পার হয়ে যায় –
দূর পাহাড়ের চড়াই-উতরাই
আগ্নেয়গিরি জেগেছেতো লক্ষ স্ফুলিঙ্গে।
ছিটকান গলিত লাভা স্রোতে –
আকাশটা লালে লাল –
চুরি করেছে কী কারও নরম গালের লালিমা।
কোটি কোটি আলোকবিন্দুর আলোকচিত্র দেখি পাহাড়ের কোলে ছড়ানো -ছিটানো টুকরো ছায়া
মেঘকন্যার অমানিশা চুলের ফাঁকে উঁকি দিয়ে হাসে।
চন্দ্রিমা অধর
হারজিত ভাগ হয়
সংযোজন-বিয়োজনে বিশেষ অনুপাতে!
দুর্গাপুর,বর্ধমান, কলকাতা
আপনার মন্তব্য লিখুন