কেউবা বাড়ি শরবত বানায়
পেট ভরে কেউ পান করো,
কেউবা খোলা পরিবেশে-
সব বয়সী হই জড়ো।
লেবু শরবত বাঙ্গি শরবত
গরমকালে পান করি,
টমেটো ও বেলের শরবত
কোথায় পাবো পথ ধরি।
কারও কাঁচা আমের শরবত
হাওয়ার মাঝে ঘ্রাণ উড়ায়,
কারও পাকা আমের শরবত
দেখলে পরে প্রাণ জুড়ায়।
কামরাঙ্গা ও কমলা শরবত
কোথায় পাবো চোখ খুলি,
টক-মিষ্টি আম তরমুজ শরবত
কেউ কি বলো নাম ভুলি?
গুড়ের শরবত চিনির শরবত
দেখতে পাবো দেশ জুড়ে,
আনারসের আছে শরবত
জাগলো পরাণ কোন সুরে!
কনইল, ভীমপুর, নওগাঁ।
আপনার মন্তব্য লিখুন