সাম্প্রতিক অতীতে নগ্ন পায়ে নগরে নিশি ভ্রমণে নেমেছিলাম;ঘন কালো কুয়াশা চারিপাশ,
বিস্মিত নয়নে সংবেদন-
কয়েকখণ্ড ডানাকাটা গুণ্ঠিত শালিকের আনাগোনা দেহখেকো এক ঝাঁক লোলুপের ক্লান্তিহীন ছোটাছুটি; শালিক-লোলুপের কম্পিত কথন অক্ষির লুকোচুরি লেনাদেনা।
চাঁদেরহাটে নিশ্চয় ধর্মঘট আলো ছড়াচ্ছে না কেন জ্যোৎস্না?সোডিয়াম অস্পষ্ট রশ্মি,বিচিত্রবর্ণ হেয়ালি এক মৃত সড়ক।
দূরপাল্লার এক্সপ্রেসের পারাপার – ভেসে আসে কানে তূর্ণা নিশির ঝঙ্কার।
হৃদয় কাঁপানো বীজন-
চা পান করবার মিছে বাহানায় ভেঙে খণ্ডবিখণ্ড করে ফেলেছি (p32) অপরিকল্পিত ভবে ঘুরতে নিশি ভ্রমণে নেমে গুনতে হয়েছে জরিমানা।
নিরুপায় এক নির্মম পরিহাস
আতঙ্কিত মনের নীরবে দীর্ঘ নিঃশ্বাস মানবতার শহরে নির্লজ্জ বিবেকের সাথে আমার বসবাস সভ্যতা ভেঙে নিয়ম গড়ে নিত্যকৃত্য ইতিহাস।
বন্দরনগরী,চিটাগাং
আপনার মন্তব্য লিখুন