জৈষ্ঠ্যের কাঁঠাল পাকা গরমে পুড়ছে শরীর
কপোত কপোতি প্রণয়ের জন্যে ব্যাকুল
ঘামে ঘামে ঘর্ষণে আগুন লাগে শরীরে
দেহে কাম উত্তেজনা চরমে ; অথচ শরীরে শরীর লাগলে বিরক্তি লাগে।
এমন সময় এল মধুময় সময়
আকাশ কাঁদল, চারদিক শান্ত হল
কিন্তু প্রণয়ের বীনা এখন বাজে না।
অজানা এক আশঙ্কায় যুগল ভীষণ চিন্তিত।
চির প্রণয়ের দৃঢ় প্রতিক্ষায়
তারা আজ প্রতিজ্ঞাবদ্ধ হতে চায়,
হাতে হাত রেখে, সকল শক্তি একত্র করে।
যুগলের ইচ্ছা, সকল কাঁটাতার, সকল পর্বত ডিঙিয়ে তারা জয় করবে প্রণয়ের পৃথিবী।
আপনার মন্তব্য লিখুন