অণুগল্প

অনুগল্প : দর্পণ || সায়মা রহমান রিয়া

               দর্পণ

✍ সায়মা রহমান রিয়া

 

সারাদিন রোজা রেখে নামাজ পড়ে বড্ড ক্লান্ত তাই একটু বেলকনিতে দাঁড়ালাম।

ঠিক সে সময় অবেলায় আসা ঝুম বৃষ্টি যেন মনটাতে জল গড়িয়ে ভিজিয়ে দিয়ে গেলো।

ঝাপসা আলোয় কে যেন কানের কাছে বললো-

-কি করো?

-আকাশ দেখি,,, মস্ত বড় আকাশ!

না, দেখবেনা।

-কেন?

-এখানে মেঘেদের যুদ্ধ হয় শান্তি আসেনা!

-তাহলে আলো ছায়ার মেলা দেখি?

না,,,,তারা শুধু লুকোচুরি খেলতে জানে, কথা রাখতে জানেনা।

-প্লিজ, বৈশাখী বাতাসে শরীর জুড়াতে চাই বড়ই পিয়াসীত দু চোখ!

না,বাতাস শুধু এলোমেলো করে দেয়! যেখানে, ছন্দরা আশার প্রাণ খুঁজে পায়না।

-তুমি আয়না দেখনা কেন?মন খারাপ হলে আয়না দেখবে,আর হ্যাঁ অবশ্যই চশমা খুলে খোলা চুলে!যেখানে চশমার ফ্রেম আর বাঁধা চুলের বন্দি ইচ্ছেরা থাকবেনা,,আয়না কখনো মিথ্যে বলেনা!

অনুভব করো পৃথিবীর যতো সুখ।

 

বাকালিয়া,চিটাগাং