অঝোরে বারি-বৃষ্টির বান
পৈশাচিক মায়া, ভালবাসার ত্রান।
ভেসে গেছে জমিন, ভাসিয়ে দিয়েছি মান,
ভিজিয়ে নিয়েছি সকল বোধ-কৃচ্ছ-অপমান।।
অনাদৃত মেঘ, গগন পরিপাটি
নেশার কুলে ঢেউ, আশার সোপান আঁটি
হারিয়ে গেছে মাটি, হারিয়ে উজানের ঘাঁটি
শূন্যতায় করি ভর, শূন্য পায়ে হাঁটি।।
দর্পনে অভিলাষ, ভালবাসার দর্শন
নীল কাঞ্চন পুষ্পদল, কিঞ্চিত সমর্পন,
পরানে-পুরাণে নিভৃত শশী, মাঝে মাঝে পূর্ণগ্রহন
অর্জনে বর্জনে ফলাফল শূন্য, পূন্যের কলরব,
অবশিষ্ট সব করেছি অর্পন।।
আস্বাদনে সুখ, প্রেম পরিশুদ্ধ
দুঃখের পরাগায়ন তাই ভিতর-বাহির সংক্ষুব্ধ,
থেমে গেছে মাদল, দক্ষিনের বাদল, রোদ-বৃষ্টির যুদ্ধ
দিন যায় দিন গুনি, শুদ্ধতার হাঁক শুনি,
শুদ্ধ বাক্ তবু রুদ্ধ।।
শান্তি চাই যথা সন্ধি, শান্তি ম্রিয়মান
অশান্তির দেবতালয়ে ক্রমাগত স্বার্থের টান,
চলমান ভুল, হেরে যাওয়া ফুল
আশ্রয়ের খোঁজে ভাঙে লাজ ভুলে অভিমান,
সময়ের চক্রে ক্লান্তিময় শব, জীবন প্রবাহমান।।
ঝরছে বারি,অবিরাম, বৃষ্টির বান
পৈশাচিক মায়া আর ভালবাসার ত্রান,
জীবন প্রবাহমান…
আপনার মন্তব্য লিখুন