কবিতা

সত্য দিয়ে ঘেরা : জাহীদ হোসেন

আমি ঠিক যেমন ছিলাম, আজো তেমন আছি,
বদলে গেছে তোমার জীবন, বদলে গেছো তুমি,
বদলে গেছে তোমার স্বরূপ, বদলে গেছে মন
পাল্টে গেছে দৃষ্টি তোমার, নেই আগের মতন।

তোমার স্মৃতি দোলা দেয়, এ মনের জানালায়
তোমার বাস আজও আমার মনের আঙিনায়,
এ জীবনে তোমায় আর পাওয়ার আশা নাই
তোমার জীবন ভালো কাটুক, শুধু এটুকু চাই।

বিধাতার এই খেলাঘরে, নানান রঙের খেলা
দূর থেকে তাকিয়ে দেখি, তবো বিজয় মেলা,
শেষ বাঁশি বাজবে যখন, বন্ধ সকল খেলা
ভুলে যাবো চারিদিকে দর্শক ছিলো মেলা।

উচিত কথা বলতে গেলে, সবার লাগে ঘা
মিথ্যে যতো প্রতিশ্রুতি, আর তো সহে না,
মুক্ত মানুষ মুক্ত জীবন আমার কাছে সেরা
জগত জানুক আমার জীবন সত্য দিয়ে ঘেরা।

২৮/০২/২০২৩