কবিতা

স্মৃতির দুয়ার খোলা : জাহীদ হোসেন

আজও চাঁদের আলো ভরা রাতে হারিয়ে যাই তোমাতে, কল্পনায় ভেসে ওঠে হাজারো স্মৃতি।
তোমায় দেখি নিভৃতে, একাকী।
কখনো গল্প বলি, তুমি গুনগুনিয়ে গান করো অবিরাম। কখনো হাসিতে লুটিয়ে পরো দুর্বা ঘাসের জমিনে
আমি অবাক বিস্ময়ে তোমাকে দেখি অঞ্জলি।

তোমায় জড়িয়ে বেদনাগুলো ছুঁই জ্যোৎস্নার জলে,
হাত দু’টো বাড়িয়ে দেই তোমার হাতের দিকে।
শিশুর মতো বলি, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা।
তোমার হাসিতে নিজেকে একদম বোকা বোকা লাগে।

আমি একটু একটু করে স্বপ্নে তোমায় মন্থন করি
আমার ভালোবাসার মোহ ভেঙে যায় সহসা,
সেই তুমি মায়া ভেঙে চলে যাও এক নিঃশ্বাসে
তখন নিজেকে মনে হয় পৃথিবীর নিকৃষ্ট প্রেমিক।

একদিন আমিও মাটির বুক ছিঁড়ে বেদনায় নীল হবো,
দূর আকাশে চলে যাবো পরাজিত সৈনিকের মতো।
যদি আবার দেখা হয় তোমার সাথে ভিন্ন কোনো গ্রহে
সেদিন চিৎকার করে বলবো, ‘এসো জিতি একসাথে-
এসো হারি একসাথে’। তুমি এসো আমার গ্রহে,
আমি তোমার অপেক্ষায় থাকবো হাজার বছর ধরে।

তারিখঃ ১৭/০১/২০২৩

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment