কবিতা

আমার ইচ্ছেরা : জাহীদ হোসেন

আমার ইচ্ছেরা ডানা মেলে নীলে
খোলা আকাশের দিকে দু’হাত বাড়িয়ে দেয়
রাতভর খেলা করে বালুকাময় তীরে
ইচ্ছেরা গান ধরে হারানো সুরে।

কখনো উদ্যত হয় উত্তাল সমুদ্র বুকে ঝাঁপ দিতে
পাহাড় থেকে লাফিয়ে পড়ে নীলগিরির কোলে,
আমার ইচ্ছেরা থমকে দাঁড়ায় রাংগাবালিতে
কিংবা আগুনমুখা নদী ঘেষা সোনার চরে।

আগুনমুখা নদীর সেই কোমর দোলানো বাঁকে
স্রোতের টানে পৌঁছে যাবো মোহনার দিকে,
নিশি রাতে যারা ধরিতেছে মাছ সাগর বুকে
আমার ইচ্ছেরা সেই নিশাচরের স্বপ্ন আঁকে।

ইচ্ছেরা মেঘ মুক্ত আকাশের প্রতীক্ষায় রত
কখনও যন্ত্রণা দায়ক মেঘের আনাগোনা,
যেনো রাক্ষুসির থাবা, দু’কূল চষে কালো ঝড়ে
আমার ইচ্ছেরা ছুটে চলে জেলে পল্লীর ধারে।

আবার সাগর পাড়ে জেগে উঠে জেলে নৌকা
আবারও মেঘের জাগে মিলনের আকাঙ্ক্ষা,
সাগর কন্যার রূপে বারবার ছুটে আসে মেঘ
আমার ইচ্ছেরা মেঘ হতে চায় ঐ সাগর বুকে।

তারিখঃ ১৪/১২/২০২২