অন্তর কথন

মহা বিজয়ের ডাক : জাহীদ হোসেন

মহা বিজয়ের সুবর্ণ সময়ে
আমি তাদের কথা বলছি,
লাখো শহিদের রক্তের শপথে
আমি তাদের কথা বলছি।

মুক্তিযোদ্ধাদের অস্ত্রের ঝংকারে
আমি তাদের কথা বলছি,
আমার এই পোড়া হৃদপিণ্ড নিয়ে
আমি তাদের কথা বলছি।

যাদের মুখের গ্রাস কেড়ে নেয় নব্য বর্গী
দু’মুঠো আহার যোগাতে ব্যস্ত দিবারাত্রি,
সভ্যতার মারপ্যাঁচে পিছিয়ে পড়ার ছবি
আমি কবিতায় শুধু তাদের কথা বলছি।

আজ বিদ্রোহী সব কণ্ঠ হও সোচ্চার
আর কিছুই নেই এখন হারাবার,
আমরা নই খোলসে ভরা প্রাণি
জাগো বাহে, এসো প্রাণ খুলে সবে বাঁচি।

ঐ শহিদের সমাধি থেকে আসে ঝড় প্রচণ্ড
যেখানে জমিয়ে রাখা বিপ্লবের মূলমন্ত্র,
আমার ভাইয়ের রক্তে রাঙানো হাত
আমার বোনের ইজ্জতের হুংকার।

আর কতো শরীর ছিঁড়বি তোরা আয়
তোদের প্রেতাত্মা কুঁড়ে কুঁড়ে সব খায়,
মহা বিজয়ে অভিশম্পাত লাগে গায়
আজ সর্বহারা পাওনা বুঝে নিতে চায়।

তারিখঃ ০৯/১২/২০২২