বাবা মানে এক পৃথিবী ভালোবাসা
ভরসার দুই হাত,
বাবা মানে বিশ্বাসে ভরা নীল আসমান
তারকা শোভিত রাত।
এক সমুদ্র স্নেহের পরশ অবুঝ একটা মন
বাবা শান্তি নিকেতন,
বুকের মাঝে ছাইচাপা যতো কষ্টের সোপান
মুখে হাসি অফুরান।
হাসি কান্নায় জর্জরিত এই জীবন বহমান
বাবা দিন বদলের গান,
বাবার স্নেহ ভালোবাসায় সিক্ত এই দেহ-মন
বাবা মুক্তির জয়গান।
এক পৃথিবী চলবো পথ বাবাই চলার দিশা
স্বপ্ন জাগে চোখে,
যতোই আসুক ঝড় তুফান লণ্ডভণ্ড করে
বাবাই প্রাচীর হবে।
বাবা তুমি আজ ঐ দূর আকাশের তারা
তুমি স্বর্গের অধিবাসী
তোমার শিক্ষা-দীক্ষা আমার চলার পাথেয়
তোমায় শ্রদ্ধা ভরে স্মরি।
আসছে ২৭ অক্টোবর আমার বাবার ৪৭তম শাহাদত বার্ষিকী। স্বাধীনতার পক্ষের রাজনীতিক হওয়ায় ১৯৭৫ সালে তিনি গণ বাহিনী নামক একদল দস্যুর হাতে নিহত হন। তাঁর স্মরণে কিছু লেখা শেয়ার করার চেষ্টা করবো। ছবিতে আমার বাবা শরীফ মাস্টার।
আপনার মন্তব্য লিখুন