কবিতা

হাজার বছর ধরে : জাহীদ হোসেন

দিনের পর দিন, মাসের পর মাস, শত সহস্র
বছর ধরে মনের মাঝে লালিত কাঁচা স্বপ্ন,
আর স্বপ্ন থেকে শব্দ ছেকে তুলে এনে
লিখেছিলাম একটি ভালোবাসার কবিতা।

তুমি কোনোদিন কিছুই খেয়াল করোনি
উদাসীন চলে গেছো তেপান্তরের পথে,
আমার কবিতা তোমার কাছে পাঠযোগ্য
বলে গণ্য হয়নি কখনও এবং আজও।

তোমার দেয়া অবহেলা আর হাহাকার থেকে
জন্ম নিয়েছে লক্ষ কোটি বর্ণ আর শব্দমালা,
শ্রাবণের মেঘ হয়ে ঝরেছে অঝোর ধারায়
ওরা আজও ছন্দ হয়ে ভাসে আমার কবিতায়।

তোমার অবহেলায় হেলেনের ট্রয় ধংসপ্রাপ্ত
আকাশ থেকে খসে পরবে হাজারো নক্ষত্র,
সন্তানহারা মা বিলাপ করবে সারা রাত্রি
মলিন হয়ে যাবে আমার কবিতার অক্ষর।

কালের নিয়মে হয়তো মুছে যাবে অপচ্ছায়া
সতত কবিতা হারায় না, হারতে জানে না,
একদিন ভালোবাসা ফিরে আসবে স্বমহিমায়
আর কবিতা ফিরে পাবে ছন্দ, কবির ভাবনায়।

তারিখঃ ০৭/১০/২০২২

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment