কবিতা

ভালবাসা স্থির হয়ে যায় : জাহীদ হোসেন

তোমার উপমা শুধু তুমি হে নারী
তুমি অবিনশ্বর নও, অতি মানবীও নও,
নও কোনো রূপকথার রাজকন্যা
তবুও তোমাকে কারো সাথে মিলাতে পারি না।

তুমি হৈমন্তী নও, বিলাসী নও
তোমায় নিয়ে কেউ গল্প বা কবিতাও লিখেনি,
তোমার নামে কোনো ঝর্ণা বা নদীর নাম নেই
তবুও তোমাকে কারো সাথে মিলাতে পারি না।

তুমি নও নাটোরের বনলতা সেন
তোমায় নিয়ে সুর বাধেনি কোনো ‘তানসেন’,
আমার চোখে তুমি শুধুই এক ‘নারী’
তোমাকে কারো সাথে মিলাতে পারি না আমি।

তোমাকে যতো বার পড়তে চাই
চোখের নীল নদীতে জন্ম হয় কবিতার,
বৈশাখী ঝড়ে টুকরো হয় এই কথার ভূবন
কাঁঠাল চাঁপার রঙে ভরে উঠে বিষন্ন উঠোন।

তোমাকে যতো বার ভালো বাসতে যাই
সমাসবদ্ধ প্রেমে সমৃদ্ধ হয় আমার ব্যাকরণ,
আমার হাতের মুঠো ভরে যায় জুঁই-বেলীফুলে
আর ভালবাসা স্থির হয়ে যায় শুধু তোমাতে।

তারিখঃ ০১/০৯/২০২২