আমি একজন নজরুল চাই, বিদ্রোহী নজরুল
এই উথাল পাথাল সময়ে,
এই ঘুণ ধরা সমাজটাকে দুমড়ে মুচড়ে
জোরসে আঘাত করার জন্য চাই শক্ত মনোবল।
আমার কবিতা কী নজরুলের ভাষা বুঝে!
আমার কবিতা কী শোষিতের কান্না শোনে!
আমার কবিতা হোক দ্রোহের হাতিয়ার,
আমার কবিতা হোক শের শাহের তলোয়ার।
আমি কবিতায় চা-শ্রমিকদের ছবি আঁকি
চায়ের কাপে তাদের মজুরির ঝড় তুলি,
রোদে পুড়ে কালো নারী, তুমিই পূণ্য ভূমি
তোমায় সেলুট করে কিছুটা পাপ মোচন করি।
সমাজের রন্ধ্রে রন্ধ্রে চলমান এই যে বঞ্চনা
শোষণের যাতাকলে যত মানুষের কান্না,
লুটেরারা লুটে খায় মানুষের মুখের গ্রাস
আমার কবিতা যেনো বলে তাদের সর্বনাশ।
(তারিখঃ ২৯/০৮/২০২২)
আপনার মন্তব্য লিখুন