কবিতা

অসমাপ্ত কবিতা : জাহীদ হোসেন

তুমি একটা অসমাপ্ত কবিতা, ছোট গল্প
নাটকের শেষ অধ্যায়
পুরানো বাক্স পেটরায় খুঁজে পাওয়া প্রেমপত্র।

তুমি একটা টাকা জমানোর মাটির ব্যাংক
আমার সারা জীবনের সঞ্চয়
ছোট বেলার সেই লসাগু গসাগু অংক।

তুমি একটা হারিয়ে যাওয়া সেতার
হারানো দিনের গান
বাউলের একতারায় বিমুগ্ধ দুপুর।

তুমি আলোকিত ভোর, পতাকার লাল সূর্য
তুমি আমার প্রিয় মানচিত্র
বীরাঙ্গনা যোদ্ধার রক্তাক্ত শরীর, ক্ষত-বিক্ষত।

তুমি ক্ষণজন্মা নারী, আমার হালখাতা
হিমালয়ের বুকের কাঞ্চনজঙ্ঘা
আমার না লেখা কাব্যের প্রথম পাতা।

তারিখঃ ২৩/০৮/২০২২

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment