কবিতা

উথাল-পাথাল সময় : জাহীদ হোসেন

তোমাদের সাতে পাঁচে আর আমি নেই আজ
আমি নির্দয় হবো, ঘুম ছাড়া নেই কোনো কাজ,
দাবানলের মতো পুড়ে যাক অভাবী যতো ঘর,
কেঁদে ক্লান্ত হোক অবুঝ শিশু, আমি নই নির্ভার।
দোহাই, আমার কাছ থেকে সবাই সরে দাঁড়াও
উৎসবের তালিকা থেকেও বাদ দাও আমায়,
নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর নেই দায়
আমারও তো বসে বসে হাওয়া খেতে মন চায়।
আমি রণক্লান্ত, কেউ কক্ষনো ডেকো না আমায়
টিকে থাকা, টাকা থাকার লড়াইয়ে আমি নেই,
আমি অতি সাধারণের মতো নিরবে বাঁচতে চাই
শাসন-শোষণ, বালা মুছিবতে আর আমি নেই।
বরং আমি মুছে যাবো তোমাদের হৃদয় থেকে
পশ্চিম দিগন্তে দেখবো গোধূলির আভার রেখা,
রাতের নিস্তব্ধতায় আমি ঘুমাবো জোছনা মেখে
কিংবা দূর আকাশের মিটমিটি গ্রহের সাথে।
তোমাদের এই ধান্ধাবাজির খেলায় আমি নেই
কি ঘটেছে বা ঘটবে তা জানার প্রয়োজন নেই,
কোনো প্রতিবাদ, মিছিল সমাবেশে আমি নেই
উথাল-পাথাল সময়ে একটু শান্ত থাকতে চাই।
(০৮/০৮/২০২২)